ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির মসজিদে মসজিদে সাবান ও গামছা বিতরণ করল স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা(এসএসএস)। সংস্থাটি ইতিপূর্বে পৌরসভাসহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাসের মহামারীতে কর্মহীন দুঃস্থ পরিবারের কাছে ৫টাকায় চাল, ডাল, আলু, তেলসহ ৮ ধরনের খাদ্যপণ্য বিক্রয়ের পরে এ পর্যায়ে মসজিদে মসজিদে সাবান ও গামছা বিতরণ কররছে। এছাড়াও পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্যক্তি উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত শতাধিক বেসিনেও সাবান এবং গামছা দিয়েছে।
ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি (বাসস্ট্যান্ড সংলগ্ন) স্বপ্নপূরণ সমাজ কল্যাণ সংস্থার (এসএসএস) নিজস্ব অর্থায়নে এসব কর্মসূচী পালন করে থাকে। জনসচেতনতা বাড়াতে স্বাস্থ্য সতর্কতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক প্রদান করেছে সংস্থার সদস্যরা। জনসচেতনতা, খাদ্য সহায়তা, প্রত্যেক কাজে অংশ গ্রহন করেছে এ সংগঠনটি। করোনা আক্রান্ত মৃত বাবা লাশ সন্তান যখন ফেলে পালিয়ে যাচ্ছে ঠিক সেই সময়ে কিছু সংগঠন কাধে তুলে নিচ্ছে সেই পিতার লাশ। এভাবেই জীবনের ঝুকি নিয়ে স্বেচ্চাসেবকগণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
ঝালকাঠি জেলায় ৪টি উপজেলা ও ২টি পৌরসভা রয়েছে। সদর উপজেলায় মানবিক কর্মীরা নিরলসভাবে সেবা দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার (এসএসএস) মাধ্যমে ।
এই সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম রিয়াজ খান অশ্রু জানান, বাংলাদেশ প্রথম করোনা রোগী সনাক্ত হবার পর সংগঠনের নির্বাহী কমিটির একটি সভায় ১৯শে মার্চ থেকে এ দুর্যোগকালিন সময়ে গণসচেতনতা মূলক কাজের সিদ্বান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে সাবান দিয়ে হাত ধোয়া, করোনাভাইরাস মোকাবিলায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিনামূল্যে মাস্ক প্রদানসহ অঘোষিত লকডাউন এ কর্মহীন ও দুঃস্থ ৫১০টি পরিবারে মধ্যে ৫টাকার বিনিময়ে চাল, ডাল. আলু, তেল, পিয়াজসহ ৮ধরনের খাদ্য পণ্য দিয়ে সহায়তা প্রদান করে। এ কার্যক্রম ঝালকাঠির সর্বমহলে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়। সেই থেকে এখন পর্যন্ত শহরের মসজিদগুলোর ওজুখানায় এবং পৌরসভা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ব্যক্তি উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে স্থাপিত শতাধিক বেসিনেও সাবান এবং গামছা দেয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে। জনকল্যাণমূলক কাজকে আরো গতিশীল করতে এলাকার স্বহৃদয়বান ব্যক্তি এ মহতি কাজে সহায়তা প্রদান করে আসছেন।
রিয়াজ খান অশ্রু আরো জানান, স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা মানবতার সেবার লক্ষ্য নিয়ে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে স্থানীয় পিছিয়ে পরা মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছি। সাধ্যমত দরিদ্র এবং অসহায় মানুষে শিক্ষা, চিকিৎসার জন্য সহায়তা প্রদান, প্রতি বছর শীত মৌসূমে দুঃস্থ শীতার্তদের শীতবস্ত্র, প্রত্যেক ঈদে এতিম অসহায় শিক্ষার্থীদের ঈদ বস্ত্র প্রদান করা হচ্ছে। করোনা দুর্যোগে ইতিমধ্যে প্রায় ৫হাজার জনসচেতনতা মূলক লিফলেট, ২হাজার ৫শ সাবান, ১হাজার ৬শ মাস্ক,এবং ৫১০টি পরিবারে ৪লক্ষ ২৯হাজার ৯৬০টাকা র খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
এসব মহতি কাজের অংশিদার সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, ডাঃ সুপ্তা, আমিনুল ইসলাম তালুকদার লিটন, ঝালকাঠির সন্তান অতিরিক্ত পুলিশ সুপার (শরিয়তপুর)তানবীর শাওন, স্বাস্থ্যকর্মকর্তা আবু সোহেলসহ অনেক ভাল মনের মানুষদের প্রতি শ্রদ্বা ও ভালবাসা জ্ঞাপন করে মানবিক কাজে সহযোগিতাকারীদের শুভেচ্ছা জানান সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
সংস্থার সুবিধাভোগী ঝালকাঠির পূর্ব চাঁদকাঠী নিবাসী মোজাম্মেল হক জানান এ সংগঠনটি অনেক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি তাঁরা মানবিক সহায়তাও করেছে। আমরা এই সংগঠনটির সমৃদ্ধি কামনা করছি।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST