ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০
ভোলা প্রতিনিধি ॥
ভোলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের মেধাবী ছাত্রী ও দৌলতখান উপজেলার জয়নগর এলাকার রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তার সহপাঠি ও এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে বক্তারা জানান, গত ১০ জুন (বুধবার) বিকেলে রোকসানা বেগমের স্বামী মো. রুবেলের বাড়ি একই উপজেলার দক্ষিণ জয়নগর ৪নং ওয়ার্ডের রহস্যজনক মৃত্যু হয়। এ ঘটনার পর এখন পর্যন্ত কোন সঠিক পুলিশি তদন্ত হয়নি। তাই তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এ ঘটনার মামলা গ্রহনসহ সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, নিহত রোকসনা বেগমের বাবা আবুল কাসেম, চাচা মোঃ আবু তাহেরসহ তার কলেজের সহপাঠিরা।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST