বেনাপোলে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

বেনাপোলে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক

এসএম স্বপন(যশোর)অফিসঃ বেনাপোল সীমান্ত থেকে ১১০ বোতল ফেনসিডিল সহ শাহাদৎ হোসেন (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বেনাপোল পোর্ট থানার
পাটবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাদৎ মাদারীপুর সদরের এওজ গ্রামের
আবু বক্কার ছিদ্দিকের ছেলে।

বর্তমানে সে বেনাপোল পাটবাড়ি গ্রামে একটি বাসা বাড়িতে ভাড়া থাকে।

পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে,
বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় ফোর্স সহ বেনাপোল পাটবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তার ভাড়াটিয়ার বসত বাড়ির রান্না ঘরের রেকের নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১১০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest