ঢাকা ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
মোঃ সাগর মল্লিক
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ। জেলার
প্রতিটি উপজেলাতে এখন এই পদ্ধতিতে মাছ চাষ হয়ে উঠেছে ব্যাপক
জনপ্রিয়। টেকসই মৎস্যচাষের লক্ষ্য সমূহ পূরণ করার বিভিন্ন পদ্ধতির মধ্যে
বায়োফ্লক টেকনোলজি অন্যতম। বায়োফ্লক টেকনোলজি ব্যবহার করে অল্প
জমিতে অধিক পরিমান মাছ উৎপাদন করতে সক্ষম হচ্ছেন চাষীরা । আর এই ধারা
অব্যাহত থাকলে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ( এসডিজি ) অর্জনে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বের বিভিন্ন দেশে এই প্রযুক্তি ব্যবহার করে
বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। কিন্তু আমাদের দেশে এ প্রযুক্তির
মাধ্যমে মাছ চাষ এখনও ব্যপকভাবে শুরু হয়নি। তবে চাষীদের দাবী সরকারী
সহযোগিতার পাশাপাশি যদি সহজ ঝণের ব্যাবস্থা করা হয় তবে যেমন
অনেকের আগ্রহ বাড়বে তেমনি হ্যাচারী থেকে সঠিক মাছ পৌছে যাবে
চাষীদের মাঝে। আর এই পদ্ধতির চাষেও মিলছে কর্মসংস্থানের ব্যাবস্থা।
হ্যাচারীতে বায়োফ্লক ও রিসাইকেলিং পদ্ধতিতে মাছ চাষের ফলে স্থানীয়
অনেকেই কর্মসংস্থান করে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে আছেন।
এদিকে
মোঃ শেখ হাফিজ,বায়োফ্লক হ্যাচারী মালিক তিনি বলেন,
আমি ১৫ বছর যাবত হ্যাচারী থেকে মাছ উতপাদন করছি।আমরা যদি এর
থেকে ব্যাপক ভাবে পোনা সঠিক ভাবে উৎপাদন করি তবে আমাদের
সরকারের সহযোগিতার পাশাপাশি সহজ ঝণের প্রয়োজন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST