ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
সাগর মল্লিক ফকিরহাট:বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-কাহারডাঙ্গা এলাকায় গৃহবধূ শাহিনুর বেগম (১৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার ১৫ জুলাই আনুঃ বিকাল ৩টার দিকে কাহারডাঙ্গা গ্রামের মৃতঃ ছালাম শেখের ছেলে মোঃ আজাত এর স্ত্রী শাহিনুর বেগমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ফকিরহাট মডেল থানায় সংবাদ দেয়। পরবর্তীতে ফকিরহাট থানার এস.আই নজরুল ইসলাম ও তার সংগীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে লাশ ফকিরহাট মডেল থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে ফকিরহাট থানার ওসি (তদন্ত) নাজমুল হাসান জানান,এলাকাবাসীর ধারণা গৃহবধূর স্বামী মোঃ অাজাত তাকে মেরে অাত্বহত্যা বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্যে লাশ ওড়না দিয়ে বসতঘরের অাড়ার সাথে ঝুলিয়ে রাখতে পারে।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় ওসিন(তদন্ত)নাজমুল ইসলাম জানান লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। অাগামীকাল লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে।ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, নিহত শাহিনুর বেগম দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামের রশিদ মোড়লের মেয়ে।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরর প্রক্রিয়া চলছে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST