ঢাকা ২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দত্তের পশুরিবুনিয়া গ্রামের শাহজাহান সিকদার ও জলিল সিপাহী ভূমি দস্যু হামেদ হাওলাদারের প্রতারণা ও হয়রানি থেকে মুক্তি পেতে শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় কাঠালিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে হামেদের হাত থেকে তাদের জমি রক্ষার দাবি জানিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ শাহজাহান সিকদার। তিনি লিখিত বক্তব্যে বলেন, তাদের ওয়ারিশ ও কবলা সূত্রে মালিকানা জমি একই গ্রামের গনি হাওলাদারের ছেলে ভূমি দস্যু ও প্রতারক আঃ হামেদ হাওলাদার জোরপূর্বক দখল করে নেয়। হামেদ অন্যায় ভাবে আমাদেরসহ এলাকার বিভিন্ন লোকের জমি দখল, জাল দলিল ও জমি সংক্রান্ত ভুয়া কাগজপত্র তৈরি করে দীর্ঘদিন যাবৎ প্রতারনা ও হয়রানি করে আসছেন। আমাদের এ জমি নিয়ে কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বে একাধিকবার সালিশ ব্যবস্থায় ভূমি দস্যু হামেদ হাওলাদারের কাগজপত্র ভুয়া প্রমাণিত হয়। শালিশগণের দেয়া রোয়েদাদ মানছেন না এ প্রতারক চক্রটি। এ জাল-জালিয়াতি প্রতারকের হাত থেকে বাঁচার জন্যে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ক্ষতিগ্রস্ত ও অসহায় শাহজাহান সিকদার ও তার গং।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST