নবাবগঞ্জ উপজেলা পরিষদে এমপি শিবলী সাদিক জীবাণুনাশক ট্যানেল উপহার দিলেন

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০

নবাবগঞ্জ উপজেলা পরিষদে এমপি শিবলী সাদিক  জীবাণুনাশক ট্যানেল উপহার দিলেন

মোঃ আরিফুজ্জামান জনি দিনাজপুর প্রতিনিধি ঃ
করোনাভাইরাসের সংক্রমণ কমাতে নিজ অর্থায়নে নবাবগঞ্জ উপজেলা পরিষদে স্বয়ংক্রীয় জীবাণুনাশক ট্যানেল উপহার দিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি শিবলী সাদিক। মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে স্বয়ংক্রীয় জীবাণু নাশক ট্যানেলের শুভ উদ্বোধন করেন।
এমপি শিবলী সাদিক বলেন, উপজেলা পরিষদের মানুষের আনাগুনা বেশি হয়ে থাকায় পরীক্ষামূলক ভাবে এই কার্যক্রম শুরু করা হলো। পর্যায়ক্রমে চার উপজেলাতেই এই কার্যক্রম শুরুকরা হবে।তবে, আমার বিশ্বাস এতে করে করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা হলেও কমবে।
তিনি বলেন,‘জীবাণুনাশক ট্যানেলগুলো বাংলাদেশ সেনাবাহিনী কতৃক নিমাণ করা হয়েছে। নিজ অর্থায়নে করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে আপাতত উপজেলাতে জনসমাগম এলাকায় ট্যানেল প্রদান করা হয়েছে। এগুলো স্বয়ংক্রীয় ভাবে চলবে।
দিনাজপুর জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন,‘ এর আগে যে সব জীবাণুনাশক ট্যানেল ব্যবহার করা হয়েছে সেগুলোর থেকে এই জীবাণুনাশক ট্যানেলগুলো আলাদা। এগুলোতে স্বাস্থ্যঝুঁকি কম রয়েছে’।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাজমুন নাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোঃ শাহজাহান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রাফিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান জনি সহ অনেকে উপস্থিত উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest