ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা সর্বাত্মক আক্রমণ চালিয়ে এ উপজেলায় পাকিস্তানি হানাদার বাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করে। উপজেলাবাসী মুক্তি পায় পাক-বাহিনী ও তাদের দোসর রাজাকার-আল বদরদের হত্যা, লুট আর নির্যাতনের হাত থেকে। পাক হানাদার বাহিনী তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধাদের সাথে সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে তাহিরপুর ছেড়ে জামালগঞ্জের দিকে পালিয়ে যায়। বুধবার দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ হতে শুরু হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন শেষে তাহিরপুর পূর্ব বাজারে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জির সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান হোসাইন শরীফের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক হাজী নুরুল মোমেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি হাজী আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি আলী মর্তূজা,তাহিরপুর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, রৌজ আলী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অনুপম রায়, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, মুক্তিযোদ্ধা আব্দুস শহিদ, মুক্তিযোদ্ধা সন্তান বিলাল মিয়া প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST