ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২০
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় করোনার আক্রান্ত হয়ে মারা গেলেন মমতাজ আলী (৭০) নামের এক বৃদ্ধ।
আজ রবিবার সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের ছুরিগছ এলাকায় চিকিসাধীন অবস্থায় বৃদ্ধ মমতাজ আলী তার নিজ বাড়িতে মারা যান। এ নিয়ে পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৭ জনে।
স্বাস্থ্য বিভাগ জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ মমতাজ আলী দীর্ঘদিন নানান রোগে ভুগছিলেন । পরে গত ২৯ জুলাই স্বাস্থ্য বিভাগ তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর পিসিআর ল্যাবে প্রেরণ করলে গতকাল শনিবার রাতে তার নমুনার রিপোর্ট পজেটিভ আসার কয়েক ঘন্টার পর রোববার সকালে তিনি নিজ বাড়িতে মারা যান ।
এবিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান করোনায় আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন,স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা বৃদ্ধের লাশ দাফন করা হয়েছে এবং তার বাড়ির সহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST