ঝালকাঠির পেয়ারা ব্যবসায়ী বজ্রপাতে ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০২০

ঝালকাঠির পেয়ারা ব্যবসায়ী বজ্রপাতে ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে  নিখোঁজ

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
ঝালকাঠির পেয়ারা ব্যবসায়ী বজ্রপাতে ট্রলার থেকে নদীতে ছিটকে পড়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বছর পেয়ারার এই সিজনে আটঘর কুড়িয়ানা থেকে পেয়ারা সংগ্রহ করে নৌকা ও ট্রলারযোগে দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্রি করে ঐ এলাকার লোকজন। বরিশালের হিজলায় শামীম মল্লিক (৩৪) নামের ব্যবসায়ীসহ কয়েকজন মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ট্রলারযোগে নয়াভাঙ্গুলি নদী পাড়ি দেওয়ার প্রাক্কালে আকস্মিক বজ্রপাত শুরু হয়। এতে তিন ব্যবসায়ী অক্ষত থাকলেও একজন ছিটকে নদীতে পড়ে যান। ফায়ার সার্ভিস নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে উদ্ধার অভিযান শুরু করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শামীম মল্লিককে খূজে পাওয়া যায় নাই। ডুবুরীদের চেষ্টা অব্যাহত রয়েছে।

হিজলা পুলিশ একই ট্রলারের এক যাত্রীর বরাত দিয়ে জানায়, ঝালকাঠির কাচাবালিয়া এলাকার ইউসুফ মল্লিকের ছেলে শামীম মল্লিক পেয়ারা বিক্রির জন্য ট্রলারে করে হরিণাথপুরে যাওয়ার প্রাক্কালে নয়াভাঙ্গুলী নদীতে বজ্রপাতের ঘটনা ঘটে। ওই ট্রলারে একই এলাকার আরও তিন ব্যবসায়ী ছিলেন। হঠাৎ বজ্রপাতে শামীম মল্লিক নদীতে পড়ে নিখোঁজ হন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest