ঢাকা ৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
আলোকিত সময়|
অনলাইন ডেস্ক |
কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর রাশেদ সিনহা’র মৃত্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চায় সেনাবাহিনী। বুধবার কক্সবাজারে এক যৌথ সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সিনহা’র মৃত্যুর ঘটনায় সেনাবাহিনী ও পুলিশ মর্মাহত। তদন্ত কমিটির ওপর সেনাবাহিনী ও পুলিশের আস্থা আছে। এ ঘটনার দায় ব্যক্তির, কোনো প্রতিষ্ঠানের নয়।’
এছাড়াও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদের মৃত্যুর ঘটনায় প্রভাবমুক্ত তদন্ত হবে বলেও আশ্বাস দিয়েছেন।
তিনি বলেছেন, পুলিশ ও সেনাবাহনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে। কোনো প্রকার উস্কানিতে দুই বাহিনীর মধ্যে সম্পর্ক নষ্ট হবে না।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST