ঢাকা ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এলজিইডি প্রকৌশলী শামীম আক্তার নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে নিশ্চিত করেছেন।
নমুনা পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে। তিনি বর্তমানে দিনাজপুরে নিজ বাড়িতেই অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
তিনি জানান, জ্বর ও শরীর ব্যাথায় আক্রান্ত হন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে চিকিৎসা নেন তিনি। পরে অবস্থার উন্নতি না হওয়ায় নমুনা পরীক্ষা করান। গতকাল পরীক্ষার রিপোর্টে করোনাভাইরাস পজিটিভ আসে। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালো বলেও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে প্রকৌশলী শামীম আক্তার বলেন, সাত দিন ধরে জ্বর থাকাতে করোনা টেস্ট করা হলে গতকাল পজেটিভ রিপোর্ট আসে। তিনি বাড়িত আইসোলেশনে আছেন, বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সূত্রে জানা যায় মনবতার সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। ছুটে চলেন অসহায় জনের পাশে। ভেদাভেদ ভুলে সকলকে সহযোগিতা করতে গিয়ে তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST