বরিশালে পুলিশের অভিযানে চোরাই ট্রলিগাড়ি সহ চোর আটক!!

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

বরিশালে পুলিশের অভিযানে চোরাই ট্রলিগাড়ি সহ চোর আটক!!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চোরাই ট্রলিগাড়ি সহ রবি হাওলাদার নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।

আটক রবি হাওলাদার (২১) ঝালকাঠী জেলার কিফাইতনগর এলাকার মৃত ওবায়দুল হাওলাদারের ছেলে।

বুধবার (৫ আগষ্ট) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর জনাব মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান,মঙ্গলবার(৪ আগষ্ট) দিবাগত রাত ৩ টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসান হয়।এ সময় ঝালকাঠীর দিক থেকে বরিশালের দিকে একটি ট্রলিগাড়ি যেতে চাইলে গাড়ীটি থামিয়ে তল্লাশি করা হলে প্রথমে গাড়ীর চালক গাড়িটি নিজের দাবীকরে। পরে এস আই রাজীব চন্দ্র দে ও তার সঙ্গীয় ফোর্স তাকে থানায় নিয়ে আসলে গাড়ীটি চুরি করার কথা স্বীকার করে।

আটক চোর ও চোরাই ট্রলিগাড়িটি ঝালকাঠী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest