ঢাকা ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০
এসএম স্বপন(যশোর)অফিসঃ যশোরের শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ কেজি ২শ’ গ্রাম ভারতীয় রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৭ আগষ্ট) ভোরে শার্শা থানার গোগা গাজিপাড়া সীমান্ত মাঠ থেকে এ চালানটি উদ্ধার করা হয়।
তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মুনজুর এলাহী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান রুপা এনে গোগা গাজিপাড়া মাঠে অবস্থান করছে। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৮ কেজি ২শ’ গ্রাম রুপা উদ্ধার করা হয়। বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা আগেভাগে পালিয়ে যায়।
উদ্ধারকৃত রুপা শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST