কুয়াকাটায় বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক উদ্ধার\ গ্রেফতার-১

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০

কুয়াকাটায় বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক উদ্ধার\ গ্রেফতার-১

আবুল হোসেন রাজু, কুয়াকাটা প্রতিনিধি\
কুয়াকাটায় আবাসিক হোটেল পাঁচতারা থেকে সরিসৃপ প্রজাতির বিরল বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদে ভিত্তিতে মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পাচারকারী চক্রের ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা মোঃ কবির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তক্ষক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ১০-১২ জনের ক্রয়-বিক্রয় ও মধ্যস্থতাকারী চক্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত কবিরকে শনিবার সকালে আদালতে হস্তান্তর করেছে পুলিশ। তক্ষক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার সন্দেহে হোটেল মালিক হারুন হাওলাদারকে মহিপুর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ।
পুলিশ সুত্রে জানাগেছে, কুয়াকাটা পৌর শহরের আবাসিক হোটেলে পাঁচতারায় একটি চক্র বন্যপ্রাণী তক্ষক ক্রয়-বিক্রয় পায়তার চালাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই বেল্লাল, এসআই সাইদুলসহ পুলিশের একটি টিম পাঁচতারা হোটেলে অভিযান চালায়। অভিযানকালে ওই হোটেলের দ্বিতীয় তলায় বি-৬নং কক্ষ থেকে ঢাকার কেরানীগঞ্জ থেকে আসা কবিরের হেফাজতে থাকা গোলাপী রংঙের শপিং ব্যাগ থেকে ১৩.১ ইঞ্চি লম্বা এবং ১৪০ গ্রাম ওজনের একটি তক্ষক উদ্ধার করে। তক্ষক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত অন্য আসামীরা পুলিশের টের পেয়ে পালিয়ে যায়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। অপর আসামীদের অচিরেই গ্রেফতার করা হবে। তিনি আরও বলেন, হোটেল কর্তৃপক্ষ গেস্ট রেজিষ্ট্রারে জড়িতদের নাম যথাযথভাবে সংরক্ষণ না করায় এ চক্রের সাথে মালিক পক্ষের যোগসাজস থাকতে পারে বলে তিনি সন্দেহ করেছেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest