ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
এসএম স্বপন,বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ১২০ বোতল ফেনসিডিলসহ ইমরান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) বিকালে বেনাপোল বারপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ইমরান বেনাপোল পোর্ট থানার বারপোতা গ্রামের কামরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক মাদক ব্যবসায়ী ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল এনে তার বাড়িতে মজুত করেছে ।
এমন খবরে এসআই পিন্টু লাল দাস ও এএসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST