ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০১৯
ভোলাপ্রতিনিধি।।আপেল মাহমুদ(শাওন) ভোলার ইলিশা থেকে ঢাকা গামী দ্রুত নৌযান গ্রিণ লাইন সার্ভিস চালু হওয়ার সংবাদে ৫শ কোটিটাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লকবাঁধ ভেঙেযাওয়ার আশংকায় এলাকার সর্বস্তরের মানুষ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। ইলিশা ফেরিঘাট থেকে দুইকিলোমিটার দীর্ঘ মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান,।এদেও দাবি গত কয়েক বছওে নদী ভাঙনে বিলীন হয়েছে ওই এলাকারপ্রায় ৮ কিলোমিটার এলাকা।
অনেক দাবি আর আন্দোলনের ফসল হিসেবে সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদেও চেস্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীভাঙন রোধে ওই এলাকারজন্য ৫শ কোটি টাকা বরাদ্দ দেন। ওই টাকায় সিসি ব্লকবাধ নির্মান হওয়ায় গত এক বছর নদী ভাঙন বন্ধ হয়েছে। এ অবস্থায় ওই এলাকা থেকে দ্রুত গামী গ্রিণ লাইন জাহাজ চালুহলে ফের নদীভাঙন দেখাদিবে। তাই ওই জাহাজ চলাচল বন্ধ রাখার দাবি জানান এরা। ইতিমধ্যে ট্রায়ালহিসেবে ওই জাহাজ দুইদিনচলে। আনুষ্ঠানিক ভাবে বুধবার( ১০ডিসেম্বর ) উদ্বোধনের কথা রয়েছে। পতে এলাকা বাসীরপক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST