ঢাকা ২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
মামুনুর রশীদ, পঞ্চগড় প্রতিনিধি:
সময় টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি ও পঞ্চগড় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়েছেন৷
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা সিভিল সার্জন ফজলুর রহমান করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন৷
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সময় টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি আব্দুর রহিম কয়েকদিন ধরে জ্বর সর্দি শরীর ব্যাথায় আক্রান্ত হলে স্বাস্থ্য বিভাগ ২২ সেপ্টেম্বর তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার নমুনার রিপোর্ট পজেটিভ আসে। তবে তিনি সুস্থ্য আছেন এবং নিজ বাড়িতে রয়েছেন।
উল্লেখ্য যে, বৈশ্বয়িক মহামারি করোনা কালে সংবাদ কর্মীরা জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে বাইরে বের হন। তাই আক্রান্ত হওয়ার ঝুকি থাকে। ডাক্তার, নার্সের পরে সংবাদ কর্মীরাও দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি সকলের নিকট সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST