কবি,সাংবাদিক, সংগঠক, মানবতার ফেরিওয়ালা আবু নাসের সিদ্দিক তুহিন’কে উৎসর্গ করে লেখা

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

কবি,সাংবাদিক, সংগঠক, মানবতার ফেরিওয়ালা আবু নাসের সিদ্দিক তুহিন’কে উৎসর্গ করে লেখা

 

– কাব্যনদ সাহাদুল ইসলাম

আ- আজ গগন দিয়েছে ডাক;শুনিয়াছে প্রান্তরের কচি ঘাস-
বু- বুলবুলিটি দিতেছে সাক্ষঃতুহিন তুমি যুগ যুগ ইতিহাস!

না- বীল কৃষ্ণচুড়া- মাথা নেড়ে, বহুবার গেয়ে যায় গান
সে- সে রাতের গুনকির্তিরা তোনার,অনন্তকাল রবে অম্লান….,
র– রবিকর বিশ্বময় যেরূপ – আজীবন অমর হয়ে আছে ;

সি– সীমাহীন প্রেমের টানে রবে- প্রত্যেক মানবের কাছে
দ– দরদে কবির হৃদয় ভাঙ্গে আজ;শ্রদ্ধায় নিচু করে শীর
দি– দিবারাত্রির কাব্যে তুমি মিশে রবে,হবে আখিদ্বয় নীড়
ক– কর্ণফুলি,ধলেশ্বরী, পদ্মা, মেঘনা কিংবা যমুনার মাঝে

তু– তুলসীপাতায় বসিয়া গাবে গানটি; প্রভাতে এবং সাঝে
হি–হিরামন পাখিটি সেজে;বাংলার আকাশ করিবে ভ্রমণ
ন– নয় সম সিন্ধু ভালোবাসা জানাই তোমাকে – হে মহাজন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest