ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০
জুলহাস উদ্দীন তেঁতুলিয়া উপজেলা প্রতিনিধিঃ
“মুুজিব বর্ষে অঙ্গিকার, সড়ক হবে সংস্কার এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে তেঁতুলিয়া উপজেলায় এলজিইডির আওতায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর মাসের কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ০১ অক্টোবর সকাল ১১.৩০ মিনিটে উপজেলা সদরের মাগুড়ার সড়কে এ কাজের উদ্বোধন করা হয়।
তেঁতুলিয়া উপজেলার প্রধান প্রকৌশলী (এলজিইডি) মো. আব্দুর রশীদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র শাহা। এছাড়াও এলজিইডির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সারাদেশে গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করার জন্যে মাঠ পর্যায়ে এলজিইডির গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কাজের কর্মকর্তা কর্মচারী, সড়ক ব্যবহারকারী জনগোষ্ঠী, জনপ্রতিনিধি সম্পৃক্ততায় জনবল নিয়োগ নির্মাণ সামগ্রী ও ৪১ জন গরিব, অসহায়, স্বামী পরিতেক্ত্যাদের নিয়ে এর কার্যক্রম শুরু করা হয়েছে। পরবর্তীতে আরও ৭০ জন নেওয়া হবে বলে জানান উপজেলা প্রকৌশলী।।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST