বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর নতুন সিরিজে

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর নতুন সিরিজে

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বরে পরিবর্তন আনা হয়েছে। পূর্বের সকল নম্বর পরিবর্তন করে নতুন সিরিজের মোবাইল নম্বর পেয়েছেন পুলিশ কর্মীরা। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেন।

পুলিশ কর্মকর্তা জানান, জনগণকে দ্রুত সময়ে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে আইজিপি থেকে শুরু করে বাংলাদেশ পুলিশ সদস্যদের মোবাইল ফোন একই সিরিজের আওতায় আনতে পুরাতন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেওয়া হয়েছে। যা আজ ১ লা অক্টোবর থেকে কার্যকর করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের প্রয়োজন সর্বাধুনিক ও সেরা প্রযুক্তির যোগাযোগ নেটওয়ার্ক।
বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কমিউনিকেশন অতি গুরুত্বপূর্ণ। সে লক্ষে বাংলাদেশ পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে। ফলে এসব মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে একদিকে পুলিশ সদস্যরা যেমন বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। অন্যদিকে জনগণও বিভ্রান্ত হচ্ছে। এতে পুলিশের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং জনগণকে কাঙ্ক্ষিত সেবা দেওয়া বিলম্বিত হচ্ছে। তাই বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফর্মে নিয়ে আসতেই এই নতুন মোবাইল নম্বর প্রদান করা হয়েছে।


alokito tv

Pin It on Pinterest