ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়েছে। পিস প্রেসার গ্রæপ পিপিজি’র আয়োজনে ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় দিবসটি পালন করা হয়। শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় র্যালী ও উপজেলা পরিষদ কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন অনিুষ্ঠিত হয়। সুজন উপজেলা সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও পিপিজি উপদেষ্টা ফাতেমা খানম, পিপিজি আঞ্চলিক কো-অডিনেটর ও উপজেলা সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান ও পিপিজি সদস্য মো.জালালুর রহমান আকন, এ্যাম্বেসেডর ও জেলা পরিষদ সদস্য শাখাওয়াত হোসেন অপুু, এ্যাম্বেসেডর নাসির উদ্দীন হাওলাদার, সাবেক অধ্যাপক মো. রুস্তম আলী খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারি কমান্ডার নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান সোহাগ, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, পিপিজি সদস্য মেহেদী হাসান মামুন ও শিক্ষার্থী হাবিবা আক্তার প্রমূখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST