ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২০
বরিশাল ব্যুরোঃ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা এই স্লোগান নিয়ে আজ ২ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, বিসিক বরিশাল এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল।বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোঃ তাওফিকুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডঃ মোঃ নুরুল আলম, উপ-মহাব্যবস্থাপক বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরীসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জেলা প্রশাসন এর পক্ষ থেকে উৎপাদনশীলতার উপর একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবস এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST