বরিশালে গুচ্ছগ্রামে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০

বরিশালে গুচ্ছগ্রামে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের  হুইল চেয়ার বিতরণ

বরিশাল ব্যুরোঃ আজ ৩ অক্টোবর শনিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বরিশাল সদর এর আয়োজনে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর সহযোগিতায় সর্কিট হাউস সম্মেলন কক্ষে মুজিববর্ষ উপলক্ষ্যে গুচ্ছগ্রামে পুনর্বাসিত পরিবারের মধ্যে দলিল হস্তান্তর ও সুবর্ণ নাগরিকদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, রিজওনাল প্রজেক্ট ডাইরেক্টর গুচ্ছগ্রাম ২য় পর্যায় (সিভিআরপি) প্রকল্প বরিশাল মোঃ রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক এস এম ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা এ্যাড. মোঃ মাহবুবুর রহমান মধু, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহমুদুল হক খান মামুন, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল কাজী আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

শুরুতে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর পক্ষ থেকে ২০ জন সুবর্ণ নাগরিকদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন প্রধান অতিথি। পরে এক আলোচনা সভা শেষে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রামে পুর্নবাসিত ৬০ টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দরা।


alokito tv

Pin It on Pinterest