ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটের কালাইয়ে আনোয়ার হোসেন (৪০) নামে বিকাশের প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে কালাই উপজেলার মোলামগাড়িহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করে জনসাধারণ। গ্রেফতারকৃত আনোয়ার বগুড়ার শিবগঞ্জ উপজেলার ছাত্রা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক জানান, এলাকাবাসীরা প্রতারণার দায়ে অভিযুক্তকে আটকিয়ে পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় প্রতারক আনোয়ার হোসেন মোলামগাড়ী একটা দোকানে রেজিষ্টারের ছবি তুলে ঢাকায় পাঠায় ও পরে কল করে গ্রাহকদের থেকে কৌশলে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর সংগ্রহ করে নানা কৌশলে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল। কালাই উপজেলার মোলামগাড়ী বাজারের ভুক্তভুগী সিয়ামের বিকাশ থেকে ১৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের তথ্য উপাত্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST