বেনাপোলে গাঁজা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার-১৫

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৯

বেনাপোলে গাঁজা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেফতার-১৫

এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক ১০ আসামি, মামলায় ৩ জন ও ১ কেজি গাঁজাসহ ২ দুই নারী মাদক ব্যবসায়ীসহ ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতের বাড়ি বেনাপোল পৌর এলাকার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক ১০ আসামি ও মামলায় ৩ জন আসামিকে আটক করা হয়।

অপরদিকে, বুধবার সকালে বেনাপোল রেল স্টেশন রোডের পোস্ট অফিসের সামনে থেকে গোপন খবরে দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদেরকে তল্লাশি বিশেষ কায়দায় শরীরে বাধা অবস্থায় ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, খুলনার নাজিরহাট গ্রামের পলাশের স্ত্রী স্বপ্না খাতুন (৩৬) ও বানিয়া খামার গ্রামের নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা আক্তার তানিয়া (৩০)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটককৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest