উলিপুরে ১২নং হাতিয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০

উলিপুরে ১২নং হাতিয়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রাম উলিপুর উপজেলায় হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সারা দেশের ন্যায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (১৭অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উলিপুর থানা পুলিশ কর্তৃক বিট পুলিশিং হাতিয়া ১২ এর উদ্যোগে নিরাপদ নারী নিরাপদ দেশ, সুখী সমৃদ্ধ বাংলাদেশ – এই শ্লোগানকে সামনে রেখে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা নারী ধর্ষণ ও নির্যাতনের উপর সচেতনামূলক বক্তব্যসহ সামাজিক দায়বদ্ধতা , বাল্যবিবাহ প্রতিরোধ, নারীদের সম্মান, কিশোর অপরাধ,মূল্যবোধের অবক্ষয়ের বিষয়সমূহ উপর গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

উক্ত সমাবেশ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুরে- জান্নাত রুমি, উলিপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আল হাসান মাহমুদ , হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, এএসআই সন্চয় কুমার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান,গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক আব্দুর রাজ্জাক সরকার, অনন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম, প্রাক্তন শিক্ষক আলহাজ্ব মতিউর রহমান বিএসসি,পুলিশ সদস্য, বিভিন্ন এনজিও কর্মী , ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ,মফস্বল-সাংবাদিক ফোরাম এর প্রতিনিধিসহ আরো অনেকে।

উল্লেখ্য, পুলিশ সুপার কুড়িগ্রাম মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম ‘র নির্দেশনায় পুলিশ সদর দপ্তর এর প্রজ্ঞাপন অনুযায়ী সারা জেলায় একযোগে এ সমাবেশ পালিত হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest