সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতারে জাতীয় মানবাধিকার সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেফতারে জাতীয় মানবাধিকার সমিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গতকাল বুধবার বিকেলে ঢাকার হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করেছে। তার কর্মস্থল দৈনিক সংগ্রামের মগবাজারস্থ অফিস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত একটি মামলায় জামিনে না নেয়ায় আদালতের গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, তিনি জামিনে রয়েছেন। এদিকে, সাংবাদিক রুহুল আমিন গাজীকে পুলিশ গ্রেফতার করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির কেন্দ্রীয় কমিটি।

কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব এ্যাড. সাইফুল ইসলাম সেকুল ও সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।
নেতৃবৃন্দ বলেন একজন শীর্ষ সাংবাদিক নেতাকে সংবাদপত্র অফিস থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা দুঃখজনক এবং নজিরবিহীন। এ ধরণের নিপীড়ণমূলক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অবিলম্বে তার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মনগড়া মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest