সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন দাবীতে নাটোরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০

সংখ্যালঘু মন্ত্রণালয় ও কমিশন দাবীতে নাটোরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

এস ইসলাম , নাটোর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশে জাতীয় সংখ্যালঘু কমিশন ও সখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবীতে নাটোরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মানববন্ধন করেছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে শহরের কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।

পরিষদের জেলা কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠানে বক্তৃতা করেন সংগঠনের সাধারন সম্পাদক সুব্রত সরকার, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট প্রসাদ কুমার তালুকদার বাচ্চা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক শেখ, জেলা পুজা উদযাপন পরিষদ সাধারন সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, অ্যাডভোকেট মানসী ভট্রাচার্য্য, শিখা রানী সাহা, প্রীতি রঞ্জন চক্রবর্তী, তাপসী ভট্রাচাযর্য, পরিমল সরকার, সুব্রত সরকার, আদিবাসী নেতা নরেশ ওড়াও প্রমুখ।

বক্তারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধসহ জাতীয় সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় মন্ত্রণালয় গঠনের দাবি জানান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest