কুয়াকাটায় রাখাইনদের কঠিন চিবর দান অনুষ্ঠান

প্রকাশিত: ১০:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০

কুয়াকাটায় রাখাইনদের কঠিন চিবর দান অনুষ্ঠান

আবুল হোসেন রাজু, কুয়াকাটা প্রতিনিধি।
প্রাণঘাতী করোনা থেকে মুক্তি কামনা এবং জগতের সকল প্রাণী ও প্রকৃতির কল্যাণে, যথাযথ ধর্মীয় নিয়ম অনুযায়ী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার কালাচাঁন পাড়া বৌদ্ধ বিহারে, উদযাপন করা হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব।

এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচীর মধ্যে ছিল ভিক্ষু সংঘের প্রাতরাশ, মঙ্গল শোভাযাত্রা, পরম করুণাময় তথাগত সম্যক সম্বুদ্ধের পূজা ও শীল গ্রহণ বিকালে উপাসক উপাসিকা কর্তৃক পূজনীয় ভিক্ষুদের উদ্দেশ্য কঠিন চীবর দান, পরমকরুণাময় গৌতম বুদ্ধের অহিংস ধর্ম নিয়ে আলোচনা সভা, প্রদীপ পূজা ও সমবেত প্রার্থনা।

বৌদ্ধ ধর্মপ্রাণ উপাসক ও উপসিকারা দানোত্তম শুভ কঠিন চীবর দানের জন্য এই দিনটিরই অপেক্ষায় থাকেন বছর ঘুরে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী পবিত্র প্রবারণা পূর্ণিমার পরদিন থেকেই বিশ্বের প্রায় সবগুলো বৌদ্ধ বিহারে এই কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। এমন দানোৎসবে অংশ নিতে পেরে সকল বৌদ্ধ সম্প্রদায়।

ভিক্ষুদের চীবর দান দিতে আসা বৌদ্ধরা দেশ ও বিদেশের সবাইকে চীবর দানের পূণ্য দান ও শুভেচ্ছা জানান। পরে সমবেত প্রার্থনায় আগত ভিক্ষুসংঘ বিশ্ব থেকে করোনা থেকে মুক্তি দেশ ও দেশের সকল মানুষের কল্যাণে প্রার্থনা করা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest