ঢাকা ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২০
ইলিয়াস হোসেন: ভোলার তজুমদ্দিন প্রেস ক্লাবের আয়োজনে ‘উপকূল দিবস’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১২ই নভেম্বর) সকাল ১০টায় প্রেস ক্লাব চত্তরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে তজুমদ্দিন প্রেস ক্লাব, সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ, পল্লী সেবা ও মানব সেবা সংস্থা, মানবতার সেবা সংগঠন, প্রত্যাশা তজুমদ্দিন নামক সংগঠনের সদস্যরা র্যালী ও মানববন্ধনে অংশ নেন।সময় বক্তব্য রাখেন- তজুমদ্দিন প্রেস ক্লাবের সভাপতি ‘রফিক সাদী’, লালমোহনের মিডিয়া ক্লাবের সভাপতি ‘রিপন শান’,হোসনেয়ারা মহিলা কলেজের অধ্যক্ষ ‘হেল্লাল উদ্দিন সুমন’ প্রমুখ।
বক্তারা ১৯৭০সনের ভয়াল সেই ঘূর্নিঝড় কথা তুলে ধরে বলেন, সেই রাতে কত হাজার পরিবার তার পরিজনকে হারিয়েছে,তার নিদিষ্ট হিসাব নেই। চারদিকে মৃত্যুর মিছিলে হাহাকারে এই উপকূলে জনপদ। সেই ৭০-এর বন্যায় স্বজনদের পরিবারের সদস্যদের লাশটুকুই ভাগ্য জুটে নাই। ইতিহাসের পাতায় সবচেয়ে বেশি প্রাণহানী ঘটে এই ‘ভোলা সাইক্লোনে’।উপকূলবাসীর প্রাণের দাবী এই জলোচ্ছাসের স্বরনে প্রতিবছর ১২ই নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে রাষ্টীয়ভাবে ঘোষনা দেওয়ার আহ্বান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST