বরিশালে বন্ধুমহল ব্লাড ডোনারস ক্লাবের উদ্দ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

বরিশালে বন্ধুমহল ব্লাড ডোনারস ক্লাবের উদ্দ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস । এটি বাংলাদেশে একটি বিশেষ দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙ্গালী জাতিকে মেধা শূন্য করার জন্য প্রথম শ্রেনীর ১ হাজার ৭০ জন সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী । তাই প্রতিবছর এই দিনটিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। তারই ধারাবাহিকতায় বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন বিএমবিডিসি আজ বিকাল ৩টায় বরিশাল সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের সেমিনার কক্ষে আলোচনা ও স্বরনসভার আয়োজন করে বন্ধু মহল ব্লাড ডোনারস ক্লাব। তরুনদেরকে নিয়ে বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা ও স্বরনসভা করা হয়। উল্লেখ্য বিএমবিডিসি বাংলাদেশী একটি স্বেচ্ছাসেবী সংগঠন । ২০১৮ সাল থেকে এটি বরিশালে রক্তদাতাদের নিয়ে ও বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে এবং এতে তারা বেশ সুনাম অর্জন করেছে। উক্ত অনুস্ঠানে উপস্হাপনা করেন সাব্বির, শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মাহভিন মায়া, মহিলা বিষয়ক সম্পাদিকা,ফারহানা করিম তুলি হাতেম আলী কলেজের পক্ষে বক্তব্য প্রদান করেন,সংগঠনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত সকলকে অবহিত করেন আবদুল্লাহ আরেফিন সহ-সভাপতি,এ ছাড়া মোঃ মাহফুজ রায়হান সভাপতি দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জনাব ইব্রাহিম জুয়েল, উপদেষ্টা, বন্ধুমহল ব্লাড ডোনার্স ক্লাব এবং আমন্ত্রিত অতিথি জনাব পারভেজ সিকদার। বিএমবিডিসির সভাপতি মোঃ মাহফুজ বলেন তরুনদের যেমন তার পরিবার সম্পর্কে একদম স্বচ্ছ ধারণা আছে আমরা চাই আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কেও যেন তাদের স্বচ্ছ ধারণা থাকুক। উক্ত প্রোগ্রামে উপস্হিত ছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেচ্ছাসেবক বৃন্দ।।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest