বাবুগঞ্জে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান।

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২০

বাবুগঞ্জে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান।

বরিশাল ব্যুরোঃ উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে উপজেলা প্রশাসন বাবুগঞ্জ বরিশাল এর সহযোগিতায় ১৭ নভেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোভিড ১৯ এ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তা প্রদান কার্ষক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাবুগঞ্জ কাজী এমদাদুল হক, সহকারী কমিশনার ভূমি বাবুগঞ্জ উপজেলা নুসরাত জাহান, প্রধান নির্বাহী সেইন্ট বাংলাদেশ কাজী জাহাঙ্গীর কবিরসহ ক্ষতিগ্রস্ত বিধবা ও প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভার মাধ্যমে করোনা ভাইরাসের বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন পরে ২৬১ জন বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে অর্থ সহায়তার চেক বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। একজন বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তি বছরে ৭ হাজার ৫০০ টাকা করে এ অর্থ সহায়তা পাবেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest