মির্জাগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯

মির্জাগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে  পানিতে ডুবে শিশুর মৃত্যু

কামরুজ্জামান বাঁধন,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে নানা বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে ফুয়াদ নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের মৃধাবাড়ীতে রোববার সকালে। স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাড়ি ঢাকার উত্তর বাড্ডার সাতারকুল এলাকায়। সে কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে নানা বাড়ি কাকড়াবুনিয়ায় বেড়াতে এসেছিল। গতকাল সকাল এগারটার দিকে সকলের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মতিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন। শিশু ফুয়াদের বাবার নাম ফরহাদ হোসেন,সে একজন প্রবাসী।##


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest