লালপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধুর আত্মহত্যা

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২০

লালপুরে গলায় ওড়না পেচিয়ে গৃহবধুর  আত্মহত্যা

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে গলায় ওড়না পেচিয়ে মাবিয়া বেগম (৫১) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সে উপজেলার মমিনপুর গ্রামের আফজের স্ত্রী

শুক্রবার(২০ নভেন্বর) রাতে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে মমিনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যারাতে পরিবারের সকলের অঘোচরে মাবিয়া বেগম তার নিজ ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তার স্বামীসহ পরিবারের সদস্যরা এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ।

এব্যাপারে লালপুর থানার ওসি সেলিম রেজা জানান, ‘খবর পেয়ে রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest