হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্ত’র আজ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০২০

হিলিতে সাপ্তাহিক আলোকিত সীমান্ত’র  আজ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলি থেকে প্রকাশিত সাপ্তাহিক
১০ম বর্ষে পর্দার্পন উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সন্ধা ৭টায় বাংলাহিলি সাপ্তাহিক আলোকিত সীমান্তের নিজ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এসময় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনউর রশিদ হারন,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, সাবেক পৌর মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা বিএনপি’র সভাপতি ফেরদৌস আলী, মাছরাঙা টিভি র হিলি প্রতিনিধি হালিম আল রাজি,মোহনা টিভি’র হিলি প্রতিনিধি আকতার হোসেন বকুল, কালের কন্ঠের বিরামপুর প্রতিনিধি মাহাবুব রহমান,আমাদের নতুন সময় হিলি প্রতিনিধি তৌহিদুর রহমান তৌহিদ,চ্যানেল এস টিভির ও বাংলাদেশের খবর লুৎফর রহমান, মুভি বাংলা হিলি প্রতিনিধি সোহেল রানা,সাংবাদিক আবু সাইদ এছাড়া উপস্থিত ছিলেন, স্থানিয় গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন উপজেলার সাংবাদিকবুন্দ।
শেষে পত্রিকার ১০ম বর্ষে পর্দার্পন উৎসব অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest