প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে একই রোল নিয়ে পরের ক্লাসে তোলা হবে ।

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২০

প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে একই রোল নিয়ে পরের ক্লাসে তোলা হবে ।

অনলাইন ডেস্ক:প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে একই রোল নিয়ে পরের ক্লাসে তোলা হবে । তবে চলতি বছরের প্রথম আড়াই মাসের ক্লাস এবং করোনার সময় যেসব শিক্ষা কার্যাক্রম চালানো হয়েছে, সেগুলোর ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হবে।

আজ সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, প্রাথমিকের শিক্ষার্থীদের ১৬ মার্চ পর্যন্ত ক্লাস হয়েছে। সেই সময় তাদের ক্লাস টেস্ট নেওয়া হয়েছে, শিক্ষকরা পড়িয়েছেন, এখন সেসব মূল্যায়নে আনা হবে। করোনাভাইরাস মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির মধ্যে সংসদ টেলিভিশন, বেতার, কমিউনিটি রেডিও এবং জুম প্ল্যাটফর্মে যেসব শিক্ষা কার্যক্রম চালানো হয়েছে, সেগুলোও মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ছুটির মধ্যেও অনেক শিক্ষক শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়া দিয়ে পড়া আদায় করেছেন, সেসবও মূল্যায়নে আনা হবে। এর বাইরে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, যার তথ্য-উপাত্ত শিক্ষকদের কাছে রয়েছে, সেসবও মূল্যায়নে আনা হবে। এসব বিষয় মূল্যায়ন করা হলেও তা পরের শ্রেণিতে ওঠার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না।

তিনি বলেন, এবার আনুষ্ঠানিক কোনো পরীক্ষা হচ্ছে এটা মাথায় রেখেই মূল্যায়ন করা হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের আগের (এবারের) রোল নম্বরই ফলো করবেন, সবাই পরের ক্লাসে প্রমোশন পাবে বলে জানান তিনি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest