ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহলগুলোতে ডিজিটাল ট্রেনিং সেন্টার পরিচালনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২০

ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহলগুলোতে ডিজিটাল ট্রেনিং সেন্টার পরিচালনা সংক্রান্ত  সভা অনুষ্ঠিত

সাইফুর রহমান শামীম,, কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ নভেম্বর দুপুর ১ টায় সদ্য বিলুপ্ত ছিটমহলগুলোতে আইসিটি প্রশিক্ষণ এবং অবকাঠামো স্থাপন শীর্ষক কর্মসূচির আওতায় ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে স্থাপিত ডিজিটাল সার্ভিস ইমপ্লয়মেন্ট এন্ড ট্রেনিং সেন্টার (ডি-সেট) পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উক্ত কর্মসূচির পরিচালক ফিরোজ সরকার ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন সহকারী পরিচালক দিদারুল আলম, কুড়িগ্রাম জেলা প্রোগ্রামার সাব্বির হোসেন রবিন , উপজেলা সহকারী প্রোগ্রামার আজমল আফসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেট, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা প্রেনক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, আরডিআরএস বিবিএফজি প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী ঝরনা বেগম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সোবহান মিয়া প্রমূখ। সভায় ফুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলীসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest