লন্ডনের হাসাপাতালে করোনা টিকা, মঙ্গলবার প্রয়োগ শুরু

প্রকাশিত: ১:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০

লন্ডনের হাসাপাতালে করোনা টিকা, মঙ্গলবার প্রয়োগ শুরু

অনলাইন ডেস্ক: মঙ্গলবার থেকে বৃদ্ধ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতদের প্রথম ধাপে টিকা দেয়া হবে। পরে বিভিন্ন ক্লিনিকে টিকা পৌঁছানো হবে।ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে পৌঁছানো শুরু হয়েছে।
স্কাই নিউজ জানিয়েছে এরই মধ্যে রাজধানী লন্ডনের বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেয়া হচ্ছে টিকাগুলো। সেখানে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা হবে এগুলো।

পাবলিক হেলথ ইংল্যান্ড ও ন্যাশনাল হেলথ সার্ভিস ধাপে ধাপে করোনা টিকা ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে বিতরণ করা শুরু করবে।
গেল বৃহস্পতিবার বিশ্বের প্রথম দেশ হিসেবে ব্যাপক পরিসরে ফাইজার ও বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগের অনুমোদন দেয় যুক্তরাজ্য।
মেডিসিন্স অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানিয়েছে, এই টিকা কোভিড-নাইনটিনের বিরুদ্ধে ৯৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest