লাশ উদ্ধার মহেশপুরে ভুট্টাক্ষেত থেকে

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৯

লাশ উদ্ধার মহেশপুরে ভুট্টাক্ষেত থেকে

আলোকিত সময় ডেক্সঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার ভুট্টা ক্ষেত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তরিকুল ইসলাম (৪০)। তিনি উপজেলার পাঁচপোতা গ্রামের আইয়ুব আলীর ছেলে।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, বুধবার সকাল ৭টার দিকে সীমান্তের ৫০০ গজ অভ্যন্তরে কানাইডাঙ্গা মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে তরিকুলের লাশ উদ্ধার করা হয়।

ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মান্নান জানান, মঙ্গলবার রাতে তরিকুল ব্যাপারীদের সাথে ভারতে গরু আনতে যায়। সঙ্গীরা ফিরে এলেও তরিকুল ফিরে আসেনি।

ঝিনাইদহ-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, লেবুতলা মাঠে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের জন্য পুলিশকে জানায়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest