সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন l

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতনের  প্রতিবাদে মানববন্ধন l

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে গাছে বেঁধে সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরর ১২ টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন করে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
মানববন্ধনে সাংবাদিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। হামলার নেপথ্যে থাকা বালুমহাল সিন্ডিকেটের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান জেলায় কর্মরত সাংবাদিকরা।

এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি মাসুম হেলাল, সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, জসিম উদ্দিন, শামসুল কাদির মিছবাহ্, আমিনুল হক, শহীদনূর আহমেদ, রেজাউল করিম, সিদ্ধার্ত আচার্য, কর্ণ বাবু দাস প্রমুখ। উল্লেখ্য, তাহিরপুরের যাদকাটা নদীর পাড় কেটে বালি, পাথর উত্তোলণে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও একটি চক্র অবাধে বালি, পাথর উত্তোলণ করছে। গতকাল সোমবার স্থানীয় সাংবাদিক কামাল হোসেন রাফি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে গাছের সাথে বেধেঁ বেধড়ক মারধোর করে বালিখেকো চক্র। গুরুতর আহত অবস্থায় সাংবাদিক কামাল হোসেনকে সুনামগন্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest