ঝালকাঠিতে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত l

প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২১

ঝালকাঠিতে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত l

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
মুজিববর্ষের অাহবান দক্ষ হয়ে বিদেশ যান এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১০ টায় সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর অালি। বিশেষ অতিথি ছিলেন জনশক্তি ও কর্মসংস্থান অফিস বরিশালের সহকারী পরিচালক একেএম সাহাবুদ্দিন ও টিঅাইবি সচেতন নাগরিক কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কারিগরি প্রশিক্ষন কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ অাবুল বাসার অাল মামুন। ঝালকাঠি সদর
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সহকারী পরিচালক জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস বরিশাল এ.কে এম সাহাবুদ্দিন অাহম্মেদ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক অাকন্দ,ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নীলরতন দত্ত, ঝালকাঠি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ মো. অাব্দুর রশিদ চোকদার প্রমুখ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest