বন্দি মুক্তির ঘোষণা দিল মিয়ানমার সেনাবাহিনী l

প্রকাশিত: ২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

বন্দি মুক্তির ঘোষণা দিল মিয়ানমার সেনাবাহিনী l

অনলাইন ডেস্ক:গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে মিন অং হ্লাইংয়ের বরাত দিয়ে বলেছে, শান্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমারকে নতুন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে বন্দিদের মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে তাদের সভ্য নাগরিক হিসেবে গড়তে, জনগণকে সন্তুষ্ট করতে এ কাজ করা হবে। মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করাটাও বন্দিদের সাজা মওকুফ করার উদ্দেশ্য।
কারাগারে থাকা ২৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারে অভ্যুত্থানের পর ক্ষমতায় বসা সেনা সরকার। আজ শুক্রবার জ্যেষ্ঠ সেনা জেনারেল মিন অং হ্লাইং কারাবন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন।

তিনি আরো জানিয়েছেন, মোট ২৩ হাজার তিনশ ১৪ জনকে মুক্তি দেওয়া হবে। ৫৫ জন বিদেশি নাগরিককেও মুক্তি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে আলাদা নোটিশে। আর সেসব আদেশে স্বাক্ষর করেছেন জেনারেল মিন অং হ্লাইং।

প্রসঙ্গত, অং সান সু চিসহ মিয়ানমারের গণতান্ত্রিক নেতাদের আটকে রেখে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় বসে দেশটির সেনাবাহিনী। এ ঘটনায় বিভিন্ন দেশ থেকে মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানানো হয়েছে।

সূত্র: গ্লোবাল নিউ লাইট


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest