নলছিটিতে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

নলছিটিতে ডিজিটাল ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
নলছিটি প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। সেই ধারাবাহিকতায় রবিবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের সহায়তায় ৫ কি.মি ডিজিটাল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ডিজিটাল ম্যারাথনে অংশ নিতে প্রায় দেড় হাজার মানুষ অনলাইনের মাধ্যেমে রেজিস্ট্রেশন করেন। যারা দৌড়ে অংশ নিয়েছেন তাদের জন্য উপজেলা সদর থেকে একটি রাস্তা নির্ধারণ করা হয়। নলছিটি চায়না মাঠ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে থানা সড়কের ২.৫ কিলোমিটার পথ অতিক্রম করে একই সড়কের দীর্ঘ ৫ কিলোমিটার পথ অতিক্রম করে চায়না মাঠ চত্বরে এসে শেষ হয়।
নলছিটি চায়না মাঠে বেলুন উড়িয়ে দৌড়ের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। এ সময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার,নবনির্বাচিত পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ খান,ভাইস চেয়ারম্যান(মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর মোঃ শাহেদুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মো. সাখাওয়াত হোসেন,নলছিটি থানা অফিসার ইনচার্জ
আলী আহমেদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আগেই অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করেন প্রতিযোগীরা। এরপর সেই অ্যাপস্ এর সহায়তায় তাদের সময় ও দূরত্ব নির্ধারণ করা হয়। বর্তমান করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করেই এই আয়োজন পরিচালনা করা হয়।বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে বই বিতরন করা হয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest