দাকোপের হাজার হাজার নারী পুরুষ তরমুজ চাষীরা এখন মাঠে।

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২, ২০২১

গোলাম মোস্তফা খান,দাকোপ
খুলনার দাকোপের সর্বত্রই এবার হাজার হাজার একর জমিতে বর্তমানে নারী পুরুষ মিলে দিনরাত কাজ করে চলেছে। দেশ সেরা তরমুজ দাকোপের তরমুজ, যা দেশের সকল জেলা সহ বিদেশের বাজারে ২/আড়াই মাস পরে পাওয়া যাবে।আবহাওয়া অনুকুলে থাকলে ৬০০ কোটি টাকারও বেশি তরমুজ শুধু দাকোপ উপজেলা থেকে রপ্তানী বা বিক্রি করা হবে।


গতবছর এতো বেশি এলাকায় তরমুজ চাষ না হলেও প্রায় ৫০০ কোটি টাকার তরমুজ বিক্রি করে কৃষকরা। গতবার বাজুয়া এলাকায় প্রতি বিঘা জমিতে খরচ বাদে ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা তরমুজ চাষে লাভ হয়।তবে দালাল শ্রেণীর
উৎপাত ও করনার কারনে কৃষকরা নানাভাবে হয়রানির শিকার হয়।এবার দাকোপের শুধু বাজুয়া এলাকার ৫ ইউনিয়ন নয়, দাকোপ সদর এলাকা সহ ৯ টিকে ইউনিয়ন এমনকি পৌরএলকার কোন জায়গা ফাঁকা নেই। সকল এলাকায় উন্নতমানের তরমুজ চাষ
করা হয়েছে।


যার কারনে হাতে গোনা কিছু সার বীজের দোকানে দিবারাত্রি লাইন পড়ে থাকতে দেখা যাচ্ছে।এলাকার মানুষ বাড়িতে নেই বীজ রোপন ও পানি সেচের জন্য বলতে গেলে বিলেই খুপরি বেধে বসবাস করছে। এভাবে অনুকুল পরিবেশ আরও মাত্র ২, আড়াই মাস অতিবাহিত হলেই বিক্রি শুরু হবে সোনার
ফসল দেশখ্যাত দাকোপের তরমুজ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest