ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
নিজেস্ব প্রতিবেদকঃ ঝালকাঠিতে ধান কাটা নিয়ে বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২২) দেউরী গ্রামের জালাল খানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ক্ষেতের ধান কাটতে বাধা দিলে প্রতিপক্ষ ফারুক হাওলাদারে নেতৃত্বে ৪-৫ জনের একটি দল জাহিদুল ইসলাম, তার পিতা জালাল খান, ভাই রমজান খান ও চাচা শাহজাহান খানের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা গুরুতর জখম হন। পরে তাদেরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনার পথে জাহিদুল ইসলামের মৃত্যু হয়।
নিহত জাহিদুলের পিতা জালাল খান ও ভাই রমজান খানকে বরিশাল শেরে বাংলা হাসপাতালে একং চাচা শাহজাহান খানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় প্রেরণ করা হয়।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে দোষীদের গ্রেপ্তার পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST