ফুলবাড়িয়ায় নতুন ইটভাটা স্থাপনের প্রতিবাদে ইউএনও ও কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান l

প্রকাশিত: ১০:১৫ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২১

ফুলবাড়িয়ায় নতুন ইটভাটা স্থাপনের প্রতিবাদে ইউএনও ও কৃষি কর্মকর্তা বরাবর  স্মারকলিপি প্রদান l

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার মৌহাতলা গ্রামে নতুন ইটভাটা স্থাপন করার প্রতিবাদে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছে মৌহাতলা এলাকাবাসী ।
মঙ্গলবার সকালে গ্রামবাসীর পক্ষে মোঃ সুরুজ মিয়া, শাহজাহান মাষ্টার, শরীফ মাষ্টার, হাসান ফখরুল সহ ৮জন স্বাক্ষরিত স্মারকলিপির একটি কপি ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিকের কাছে হস্তান্তর করা হয় ।
পরে স্মারকলিপির আরেকটি কপি উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন নাহারকেও হস্তান্তর করা হয় ।

উল্লেখ্য, পুটিজানা ইউনিয়নের মৌহাতলা গ্রামে নতুন ইটভাটা স্থাপনের জন্য স্থানীয় আশরাফ আলী ম্যানাজার ও তার ভাই আঃ রশিদ এর নিকট থেকে বাৎসরিক চুক্তিভিত্তিক জমি লিখে নেন পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার সাবানিয়া গ্রামের মৃত নাজিমুদ্দিন মাষ্টার এর ছেলে মোশারফ হোসেন । শিবগঞ্জ টু কাটবওলা পাকা রাস্তার কর্মকার পাড়া নদীর মোড় এলাকায় ইতিমধ্যে ইটভাটা নির্মাণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে জমি পরিস্কার ও সমান করার কাজ করছেন মোশারফ হোসেন ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest