রাজশাহীর তানোরে এখনো পেঁয়াজের দাম অস্বাভাবিক

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

রাজশাহীর তানোরে এখনো পেঁয়াজের দাম অস্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নতুন দেশি জাতের পেঁয়াজ বাজারে আসার পর দাম কিছুটা কমে গেলেও রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজারে এখনো অস্বাভাবিক পেঁয়াজের দাম। নতুন দেশি পেঁয়াজ রাজশাহী মহানগরীর বাজারগুলোতে প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও এ উপজেলার হাট-বাজারে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। অথচ বাজারগুলোতে নতুন দেশি জাতের পেঁয়াজ আসতে শুরু করেছে। স্থানীয় ক্রেতাদের অভিযোগ উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। এ কারণে বাজারে দাম কমছে না। সরজমিনে তানোর উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত সোমবার ও বুধবার তানোর উপজেলার কলমা ইউনিয়নের বিল্লী হাট ঘুরে দেখা যায় দেশি পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। আর একেবারেই ছোট পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি। দাম বেশি হওয়ার কারণে খুব কম ক্রেতাই পেঁয়াজ কিনছেন। মনিরুল নামের এক ক্রেতা অভিযোগ করে বলেন, নতুন দেশি পেঁয়াজ বাজারে আসার পরেও দাম কমেনি। কিছু অসাধু ব্যবসায়ী সিÐিকেট করে দাম বাড়িয়ে দিয়েছেন। এ বাজারে দাম কমেনি। মশিউর নামের আরেক ক্রেতা বলেন, বিল্লী হাটে পেঁয়াজের দাম কমছেনা। শুনেছি রাজশাহী শহরেও দাম কমেছে। প্রশাসনের পক্ষ থেকে হস্তক্ষেপ জরুরী হয়ে পয়েছে। বাজারের ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, পাইকারি বাজারে বেশি দামে কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি। কম দামে পেলে কম দামেই বিক্রি করা হবে। উপজেলার দরগাডাঙ্গা ও তালন্দ বাজারেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। এ বাজারের ক্রেতাদের পক্ষ থেকেও একই অভিযোগ রয়েছে। শুধু এই বাজারগুলোতেই নয় উপজেলার মুন্ডমালাসহ বিভিন্ন হাটে পেঁয়াজের দাম অস্বাভাবিক রয়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বাজার মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest