ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ নতুন প্রজন্মের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক ও সাংস্কৃতিক অবদান ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে ভোলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের জাতীয় নজরুল সম্মেলন। শনিবার (২১ ডিসেম্বর) সকালে ১০ টায় জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে বনার্ঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিন করে ভাসানী মঞ্চে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিল্পিসহ নজরুলে বিভিন্ন বয়সের ভক্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। পরে ভাসানী মঞ্চে বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন সাবেক সচিব এম মোকাম্মেল হক। পরে ভাসানী মঞ্চে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিতে কবি নজরুল ইনস্টিটিউট এর অতিরিক্ত সচিব মো: আব্দুর রাজ্জাক,কবি সহ নজরুল সংগীত শিল্পী সহ বিভিন্ন গনমান্য ব্যাক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। নজরুল ইনস্টিটিউটের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার থেকে এই সম্মেলন শুরু হয়।এই সম্মেলনে কবি নজরুলের জীবন পরিক্রম বিষয়ক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনী, প্রতিষ্ঠান পর্যায়ে আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, নজরুল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশনা,শুদ্ধ বাণী ও সুরে নজরুল সংগীতের প্রশিক্ষক সৃজন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন রয়েছে। অনুষ্ঠানমালায় দেশের খ্যাতিমান কবি-সাহিত্যিকসহ নজরুল প্রেমিরা অংশ নিচ্ছেন। সম্মেলন শেষ হবে ২৩ ডিসেম্বর।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST