যশোরের বেনাপোল সীমান্তে আট পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৯

যশোরের বেনাপোল সীমান্তে আট পলাতক আসামি গ্রেফতার

এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদকসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল সীমান্তের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে পোর্ট থানা থেকে পুলিশ।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের বদিয়ার রহমান ওরফে বদুর ছেলে
আকবর হোসেন (৪৮), হাত কাটা বাক্কার ছেলে জসিম (৩০), মোশাররফ হোসেনের ছেলে আশা (৩৮),
দিঘীরপাড় গ্রামের রবিউল সরদার গাইনের ছেলে আজিজ সরদার (৪০), ধাণ্যখোলা গ্রামের ইসমাইল মোড়লের ছেলে শিপন মিয়া (৩৫), ভবেরবেড় গ্রামের
তৌহিদ ইসলামের ছেলে ইমন হোসেন (৩২),
সোহেলের স্ত্রী অনন্যা বেগম (২৯) ও ইদ্রিস মোড়লের মেয়ে ছালমা বেগম (৩৫)। পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃতদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest